"সিদুরের রাঙায় তোমার প্রেম"

 


প্রিয়তমা, লাল পেড়ে সাদা শাড়িতে তুমি যখন হাঁসো,  

মনে হয় যেন দেবী রূপে তুমি আমার কাছে আসো।  

বিজয়া দশমীর স্নিগ্ধ আলোয়, তোমার রূপে আমি হারাই,  

সিদুর খেলার আনন্দে, আমি তোমার মাঝে মিশে যাই।  


তোমার কপালে সিদুর, সেই রক্তিম ছোঁয়ায়,  

আমি স্বপ্ন দেখি, কবে তোমায় আমার করবো এই আশায়।  

তোমার সিথি রাঙিয়ে দেবো সিদুরের রক্তরঙ্গে,  

তোমায় আঁকড়ে ধরবো, ভালোবাসার বাঁধনে।  


তোমার ঠোঁটের স্বাদ, যেন মধুর স্বপ্নের মতো,  

সে মিষ্টি ঠোঁটের কামড়ে, আমার হৃদয়ে লাগে তীব্র ঝড় তোলা ক্ষত।  

তোমার গলা থেকে শুরু করে, নিচে নামি ধীরে ধীরে,  

তোমার স্পর্শে, আমার সমস্ত শরীর সাড়া দেয় নীরবে, গভীর তীব্র আকাঙ্ক্ষায়।  


তোমার নরম ত্বক, যেন মাখনের মতো মোলায়েম,  

আমি তোমার বুকে খুঁজে পাই আমার আশ্রয়, আমার পৃথিবী, প্রিয়তম।  

আমার হাতে যখন তুমি ধরা দাও নিঃশর্তে,  

আমি নিজেকে হারিয়ে ফেলি, তোমার শরীরে, তোমার গভীরে।  


তোমার কোমল বাহুতে যখন আমি বাঁধা পড়ি,  

তখন মনে হয়, পৃথিবীর সব সুখ যেন আমায় ছুঁয়ে গেছে তাড়াতাড়ি।  

তোমার প্রতিটি স্পর্শে, প্রতিটি চুম্বনে,  

আমার আত্মা যেন তোমার মধ্যেই মিশে যায় একেবারে।  


তোমার শরীরের প্রতিটি বাঁক, প্রতিটি ভাঁজ,  

আমার হৃদয়ে জাগায় অদ্ভুত এক তৃষ্ণা, এক বিশাল অনুভব।  

আমি তোমার প্রেমে ডুবে যাই, যেন সমুদ্রের গভীরে,  

তোমার শরীরের প্রতিটি স্পর্শে, আমি হারাই অজানায়—তোমার প্রেমে, তোমার ভেতরে।  


প্রিয়তমা, শরীর থেকে আত্মা পর্যন্ত, আমি শুধু তোমার,  

তুমি আমার সবকিছু, আমার জীবন, আমার অহংকার।  

তোমার প্রেমের স্পর্শে আমি প্রতিটি মুহূর্তে নতুন করে বাঁচি,  

তুমি ছাড়া আর কিছু নেই, তুমি ছাড়া আর কিছু চাই না, শুধু তোমায় পেতে মন বাঁচি।


© NILOY SHOUVIC ROY

Comments

Post a Comment

Popular posts from this blog

I Have Always Wanted to Become a Doctor (A Tragic Poem)

Keep Bleeding Love: A Poem of Pride and Support