Posts

নীল শাড়ির মায়ায় বাঁধা প্রেম

Image
পড়নে নীল শাড়ি,   আমার মনেরে দিয়েছে সুরসুরি।   তোমার চোখে যেন আকাশের ডাক,   আমার হৃদয় হারায় ভালোবাসার ফাঁক।   আমি তোমার নীল, তুমি আমার জয়ী,   তোমার হাসিতে বাজে হৃদয়ের বাণী।   দূরত্ব যতই থাকুক পথের বাধা,   তোমার স্মৃতির স্রোত বহে আমার কাঁধা।   রাতে যখন চাঁদ ওঠে নীল আকাশে,   তোমার মুখটা ভাসে আমার নিঃশ্বাসে।   মনের আকাশে ঝরে প্রেমের বৃষ্টি,   তোমার ছোঁয়ায় ধরা দেয় সেই কল্পনার সৃষ্টি।   দূর হতেই সারাক্ষণ তোমার প্রেম মোরই,   তোমার অপেক্ষায় জীবনটা থেমে রয়।   তুমি আছো আমার হৃদয়ের মণিকোঠায়,   দূরত্বে বাঁধা পড়েনা ভালোবাসার গাঁথায়।   দিনের আলো, রাতের ছায়া,   সবই যেন তোমার মায়া।   পড়নে নীল শাড়ি, মনটা করে উজাড়,   তোমার প্রেমে বাঁধা আমার চিরকালকার। © NILOY SHOUVIC ROY

My Love Across the Miles (Sonnet)

Image
Sometimes, unknowingly, I cause you pain,   A careless act, a word I did not see,   Yet know, my love, in sunshine or in rain,   You are the one who means the most to me.   Though distance stretches far from heart to heart,   From Dhaka’s skies to Kolkata’s embrace,   Our love, a fate rope that never comes apart,   Defies the miles with every warm trace.   My girl, my star, your light keeps me alive,   A beacon bright through every stormy tide,   With every beat, our hearts together strive,   Forever yours, with love I cannot hide.   Though we may stand apart in time and space,   My loyalty endures, my love’s your grace. © NILOY SHOUVIC ROY

"সিদুরের রাঙায় তোমার প্রেম"

Image
  প্রিয়তমা, লাল পেড়ে সাদা শাড়িতে তুমি যখন হাঁসো,   মনে হয় যেন দেবী রূপে তুমি আমার কাছে আসো।   বিজয়া দশমীর স্নিগ্ধ আলোয়, তোমার রূপে আমি হারাই,   সিদুর খেলার আনন্দে, আমি তোমার মাঝে মিশে যাই।   তোমার কপালে সিদুর, সেই রক্তিম ছোঁয়ায়,   আমি স্বপ্ন দেখি, কবে তোমায় আমার করবো এই আশায়।   তোমার সিথি রাঙিয়ে দেবো সিদুরের রক্তরঙ্গে,   তোমায় আঁকড়ে ধরবো, ভালোবাসার বাঁধনে।   তোমার ঠোঁটের স্বাদ, যেন মধুর স্বপ্নের মতো,   সে মিষ্টি ঠোঁটের কামড়ে, আমার হৃদয়ে লাগে তীব্র ঝড় তোলা ক্ষত।   তোমার গলা থেকে শুরু করে, নিচে নামি ধীরে ধীরে,   তোমার স্পর্শে, আমার সমস্ত শরীর সাড়া দেয় নীরবে, গভীর তীব্র আকাঙ্ক্ষায়।   তোমার নরম ত্বক, যেন মাখনের মতো মোলায়েম,   আমি তোমার বুকে খুঁজে পাই আমার আশ্রয়, আমার পৃথিবী, প্রিয়তম।   আমার হাতে যখন তুমি ধরা দাও নিঃশর্তে,   আমি নিজেকে হারিয়ে ফেলি, তোমার শরীরে, তোমার গভীরে।   তোমার কোমল বাহুতে যখন আমি বাঁধা পড়ি,   তখন মনে হয়, পৃথিবীর সব সুখ যেন আমায় ছুঁয়ে গেছে তাড়াতাড়ি। ...

The Scent of a Forgotten Love

Image
  To love the rest of my life with someone else,   I thought I'd escaped the ghost of you,   Buried deep, where memories dwelt,   Hoping time would see me through.   I buried your memories in my heart,   Each whispered word, each stolen glance,   Believing distance kept us apart,   And broke the spell of our romance.   After years, I thought I was free,   That the pain had learned to fade,   But your perfume, drifting back to me,   Dug out the memories I’d carefully laid.   That sweet fragrance, so rare, so dear,   Awoke the past with a gentle blow,   And in that moment, crystal clear,   Old wounds reopened, fresh and slow.   I remember how your lips found mine,   A fire sparked in every kiss,   Our bodies danced, in perfect line,   Bound in a love I still miss.   Your touch, so soft, yet burned so deep,   Tracing paths only you could find,   Nights of passion, where we’d k...

প্রেমের নীলমণি ভবন

Image
তুমি আমার স্বপনের রাজকন্যা, তোমার ঠোঁটের ছোঁয়ায় জীবন হোক ধন্যা। তোমার হাসিতে জাগে হৃদয়ের আলো, তোমার ভালোবাসায় হারাই আমি ভালো। তোমার চুলের ঘ্রাণে মাখা এই বাতাস, তোমার মিষ্টি কণ্ঠে বাজে প্রেমের আভাস। তোমার চোখের চাহনিতে খুঁজে পাই আশা, তোমার স্পর্শে মেলে নতুন ভালবাসা। তুমি আমার রাতের তারা, তোমার ছোঁয়ায় কাটে সব যন্ত্রণা সারা। তোমার সাথে কাটে প্রতিটি সন্ধ্যা, তোমার প্রতিটি কথা যেন মধুর মতো মন্দ্রা। তুমি আমার হৃদয় সাগরের নীলা, তোমার পাশে থাকলে ভুলে যাই সব মন্দিলা। তুমি আমার জীবনের সম্পূর্ণতা, তোমায় নিয়ে গড়বো সুখের সপনটা। তোমার হাতে হাত রেখে চলবো পথ, তোমার সাথে কাটুক আমার জীবনের রাত। তোমার প্রেমে ডুবিয়ে রাখবো সারাটা জীবন, তোমায় নিয়ে গড়বো সুখের নীলমণি ভবন।   ©নিলয় সৌভিক রায়

Keep Bleeding Love: A Poem of Pride and Support

Image
  In the quiet hours when the world feels still,   And the moonlight whispers across your windowsill,   I think of you, my love, and all that you are,   Strong and resilient, my guiding star.   I’m proud of you, in every way,   In your laughter and tears, by night and by day.   Proud of your love, so tender and true,   Proud of your anger, when life tests you.   When the storms of pain and mood swings come,   Know that in my arms, you’ll always have a home.   Periods are natural, a cycle of life,   A part of your journey as woman and wife.   And when the aches and cramps take hold,   I'll bring a hot water bag to soothe and enfold.   With dark chocolates to sweeten your day,   And a warm oil massage to melt the pain away.   I see the strength in the way you cope,   In every tear, in every hope.   Even when the pain feels too much to bear,   Remember, my love, I’m always there.   Red ...

Moonlit Love and Pain

Image
  Every time your little things hurt me, they cut so deep,   But somehow, they make me smile, even when I weep.   In the quiet of the night, our voices rise and fall,   Clashing over views, yet we answer each other’s call.   We're from different worlds, where the skies don’t align,   But still, in your universe, I find something divine.   Even when the pain lingers, and I’m torn apart,   There’s something in me that clings to you, something in my heart.   The moon in the sky, with its craters so wide,   Carries its scars with grace, with nothing to hide.   Its light, though imperfect, still brightens the night,   Making the darkness fade, making everything right.   Just like the moon, with its blemishes and flaws,   Our love holds beauty, even in its cause.   For the hurt we share, the tears that we cry,   Are part of the reason I can’t say goodbye.   Our love isn’t perfect, it’s scarred and it’s torn, ...